ভিকারুননিসার বর্ধিত ফি হাইকোর্টে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নির্ধারণ করা বর্ধিত ফি এক বছরের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

সেই সঙ্গে শিক্ষা বোর্ডের যে প্রবিধানমালা অনুযায়ী ঢাকার নামি এ শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি করা হয়েছে, তা কেন বে-আইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত।

শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকার ডিসিসহ নয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন।

ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, প্রবিধানমালার এই ধারাটি সংবিধানের প্রস্তাবনা ও ১১ অনুচ্ছেদ এবং ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যাদেশের ৩৯ ধারার সঙ্গে সাংঘর্ষিক। কারণ ওই অধ্যাদেশে অ্যাডহক কমিটি করার কোনো বিধান ছিল না।

তিনি আরো জানান, অ্যাডহক কমিটির মাধ্যমে ভিকারুননিসা কর্তৃপক্ষ স্কুল পর্যায়ে মাসে ৩০০ ও কলেজ পর্যায়ে ৫০০ টাকা হারে বেতন বাড়িয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক ৫০০ টাকা ‘হিতৈষী ফি’ নেওয়া হচ্ছে।

ইউনুছ আলী বলেন, অনির্বাচিত কমিটির মাধ্যমে এই টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্ত এক বছরের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।