বোমাটি শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীদের কেউ রেখেছে-ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দীকি

সিলেট,২৫ এপ্রিল: সিলেট শহরতলীর পূর্ব শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত স্কলার্স হোম ক্যাম্পাসের ভেতরে রাখা বোমাটি শিক্ষক, শিক্ষার্থী বা কর্মচারীদের কেউ রেখেছে বলে মন্তব্য করেছেন স্কলার্স হোমের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দীকি। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

প্রিন্সিপাল বলেন, ‘ক্যাম্পাসজুড়ে সবসময় নিরাপত্তা জোরদার থাকে। এমনকি মূল ভবনের ভেতরে অভিভাবকসহ কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না। ক্লাসে কোনও শিক্ষার্থী প্রবেশ করার সময় তাদেরকে চেকিং (পরীক্ষা) করে প্রবেশ করানো হয়। তাই এ ঘটনা বাইরের কারও ঘটনোর সুযোগ নেই।’
প্রিন্সিপাল আরও বলেন, ‘র‌্যাব সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখেছেন এটা একটি শক্তিশালী বোমা। এর ভেতরে সার্কিট রয়েছে। এটা যদি বিস্ফোরিত হয় তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে, সেই আশঙ্কায় অভিভাবকদের পরামর্শ নিয়ে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসের বাইরে বের করা হয়েছে।’ এ ক্যাম্পাসে স্কুল ও কলেজ পর্যায়ের ১৫শ শিক্ষার্থী রয়েছেন বলে জানান তিনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।