বিদ্যুৎ বিচ্ছিন্ন, অচল দর্শনা ॥

দর্শনা অফিস ॥ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বিদ্যুত বিচ্ছিন্ন থাকার কারনে অচল হয়ে পড়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুত না থাকার কারনে উপজেলার হাজারো গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছে। সামান্য ঝড়ে বিদ্যুত বিচ্ছিন্ন থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
সুত্র জানায় , চুয়াডাঙ্গা জেলায় গত মঙ্গলবারের সামান্য ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিদ্যুৎ এর লাইন। চুয়াডাঙ্গা থেকে আসা 1459957716_39লাইনটির ওপর বিভিন্ন স্থানে গাছ পড়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ এর তার ছিঁড়েছে এবং ভেঙ্গে গেছে বিদ্যুতের খুঁটি। ফলে গত কাল থেকে জেলার বেশীরভাগই এলাকায় রয়েছে অন্ধকারে।
দর্শনা লিটিল এনজেলস এর অধ্যক্ষ বিকাশ দত্ত জানান, বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়েরা পড়া লেখা করতে পারছে না। তাছাড়া সামান্য মেঘ করলেই পল্লী বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই দিন সারা রাতে আর বিদ্যুত দেবার কোন চিন্তা থাকে। এতে ছেলেমেয়েদের পড়াশুনায় চরম বিঘœ ঘটে।
দর্শনার নজরুল ফটোষ্টাট এর প্রোপাইটার নজরুল বলেন সামান্য কারনে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ যদি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তাহলে আমরা ব্যবসা করতে পারব না। কারন আমাদের ব্যবসা বিদ্যুতের উপর।
সচেতল মহলের দাবী সামান্য ঝড়ে যেন বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ থাকবে ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।