বই হাতে থাকলেই টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ!

নিজস্ব প্রতিবেদক, ০৭ এপ্রিল, ২০১৯ : বই হাতে থাকলেই নেদারল্যান্ডে টিকিট ছাড়াই ট্রেন ভ্রমণ করা যায়! জানা যায়, গত ১৮ বছর ধরেই সপ্তাহব্যাপী ‘বোকেনউইক’ নামে একটি উৎসব পালন করে চলেছে ডাচ রেল সংস্থাটি। এদিকে, গত এক সপ্তাহ ধরে এ সুবিধা পেয়েছেন সে দেশের ট্রেনযাত্রীরা।

বই পড়ায় উৎসাহ দিতে ১৯৩২ সাল থেকে নেদারল্যান্ডে শুরু হয় সপ্তাহব্যাপী উৎসব ‘বোকেনউইক’। ডাচ শব্দ ‘বোকেন’ এর অর্থ বই। প্রতি বছর এ উৎসবের অংশ হিসেবে দেশজুড়ে চলে নানা ধরনের সাহিত্য উৎসব। বোকেনউইক’-এ নানা সুযোগ সুবিধাও পাওয়া যায়। কেউ কোনো লাইব্রেরির সদস্য হলে, বিনামূল্যে একটা বই দেওয়া হয়। ‘বোকেনউইক’-এর কথা মাথায় রেখেই বিখ্যাত কোনো লেখক একটা বিশেষ উপন্যাস লেখেন। সেই বইটাই এসময় নানাভাবে বিনামূল্যে বিতরণ করা হয় নেদারল্যান্ডের বাসিন্দাদের। এই বার্ষিক উৎসবের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছিল ডাচ স্টেট রেলওয়ে কোম্পানি। শুধু বই বিতরণ নয়, ট্রেনের মধ্যেই ইয়ান সিবেলিঙ্কের বুক রিডিং-এর ব্যবস্থাও করেছিল রেল কর্তৃপক্ষ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।