ফেসবুকের পরিবর্তন!

facebookইতিবাচক পরিবর্তনই প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকার শর্ত। এটা সবার চেয়ে ভালো বুঝে ফেসবুক। কেবল এই একটি শর্ত মেনে চলায় অন্য প্রতিদ্বন্দ্বিদের চেয়ে যোজন যোজন এগিয়ে আছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক।
ফেসবুককে আরও আকর্ষণীয়, আরও সময়োপযোগী করতে কিছুদিন পর পরই নতুন নতুন পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। এবার যেমন মাধ্যমটির আইকন গুলোতে পরিবর্তন আনলো তারা।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলোর খবর মতে, ফেসবুকের ডেস্কটপ সাইট ও অ্যাপস প্ল্যাটফর্মের জন্য নতুন লাইক, শেয়ার, ফলো ও সেভ বাটন চালু করেছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি সব সময় ফেসবুক ওপেন না করেও কনটেন্ট শেয়ার ও সেভ করে রাখার সুবিধা দিতে গুগল ক্রোমে নতুন শেয়ার ও সেভ এক্সটেনশন চালু করেছে সংশ্লিষ্টরা।
এ পর্যন্ত ফেসবুকে যে ‘লাইক’ বাটনটি দেখা গেছে তাতে ‘লাইক’ শব্দটির আগে ‘এফ’ আইকনটি ছিলো। তবে এখন থেকে আর ওই আইকনটি দেখা যাবে না। এছাড়া এযাবৎ যেখানে ‘লাইক’ বাটনটি এক অংশে এবং লাইক-এর সংখ্যা আরেক অংশে দেখানো হতো এখন থেকে সেটাও দেখানো হবে না। এর পরিবর্তে ‘লাইক’ বাটন ও লাইক-এর সংখ্যা একটি অংশে দেখানো হবে।
এ ব্যাপারে ফেসবুকের দাবি, মোবাইল প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে ওই সব বাটনে খানিকটা পরিবর্তন আনা হয়েছে। শুরুতেই বাটনগুলো ডেস্কটপ সাইটের উপযোগী করে তৈরি করা হয়েছিলো।
ফেসবুক কর্তৃপক্ষ নতুন দুই ক্রোম এক্সটেনশনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে একটি হলো সেভ এক্সটেনশন এবং অপরটি হলো শেয়ার এক্সটেনশন। সেভ এক্সটেনশন আপনাকে ফেসবুক ওপেন না করেও লিঙ্ক সেভ করে রাখা এবং সম্প্রতি সেভড লিঙ্কে প্রবেশের সুবিধা দেবে। আর শেয়ার এক্সটেনশন আপনাকে নিজের টাইমলাইন বা আপনার কোনো বন্ধুর ওয়াল বা কোনো গ্রুপে কনটেন্ট শেয়ারের সুবিধা দেবে। সূত্র- এনডিটিভি।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।