প্রতিষ্ঠান এমপিওভুক্তির শর্ত শিথিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক,১২ মার্চঃ
বেসরকারি স্কুল কলেজ এমপিওভুক্তির শর্ত শিথিল করার সুপারিশ করছে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধন কমিটি। এমপিওভুক্তি শর্ত হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী সংখ্যা ও পাসের হার কমানোর সুপারিশ করা হচ্ছে। আজ বুধবার (১১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে এমপিও নীতিমালা ও সংশোধন কমিটির পঞ্চম সভা। সভায় এমপিও নীতিমালা সংশোধনে সুপারিশগুলো চূড়ান্ত করা হয়েছে। সভায় উপস্থিত একাধিক সূত্র দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে গঠিত কমিটির পঞ্চম সভায় সভাপতিত্ব করবেন কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন।

একাধিক সূত্র দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে জানায়, বুধবার নীতিমালা সংশোধন কমিটির পঞ্চম সভায় আগের সভাগুলোর আলোচ্যসুচি ও সুপারিশ বিষয়ে আলোচনা করে সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এসব সুপারিশ লিখিতভাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দেয়া হবে। তারা নীতিমালা সংশোধনের বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।