পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি আগামীকাল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সকালে কলেজগুলোতে বিক্ষোভ কর্মসূচি ও বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তিতুমীর কলেজের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। পুলিশি হামলার পরে আবার পুলিশই ছাত্রদের নামে মামলা করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের নিকট অবিলম্বে ছাত্রদের কর্মসূচিতে পুলিশি হামলার বিচারসহ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি পুলিশের টিয়ার শেলে গুরুতর আহত তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসার ভার সরকারকে বহন করার দাবি জানান।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী শাহিন হোসেন, ইডেন মহিলা কলেজের হাজেরা খাতুন কেয়া, বাঙলা কলেজের সৈকত আমীন, কবি নজরুল কলেজের আসাদুজ্জামান নূর, শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাকিব উদ্দিন প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।