পাবনায় পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিচ্ছে মিরাজুল

1পাবনা প্রতিনিধি :
পাবনার আটঘরিয়ার উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থী পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে। সে আটঘরিয়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মো: তোরাব আলীর ছেলে মো: মিরাজুল ইসলাম।

২০০৩ সালের ২৪ জুলাই মিরাজুল ইসলাম বিকলাঙ্গ অবস্থায় জন্ম হয়। জন্মগতভাবে তার দুটি হাত নেই। তারা দুই ভাই এক বোন। বড় ভাই সূর্য দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে এখন বাবার সঙ্গে যাত্রাপুর বাজারে একটি ছোট ব্যবসা করেন, ছোট বোন মুক্তা ৭ম শ্রেণির ছাত্রী।

মিরাজুল ইসলাম চলতি জেএসসি পরীক্ষায় উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

প্রধান শিক্ষক আসলাম হোসেন জানান, ওর পড়ার প্রতি আগ্রহ দেখে আমি আশ্চর্য হয়ে যাই। দেখলাম সে পড়ায় ভালো, স্মরণশক্তি প্রখর। এখন সে জেএসসি পরীক্ষা দিচ্ছে। ওর লেখাপড়ার প্রতি আমরা বিশেষ নজর রাখছি।

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব বলেন, আমি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। মিরাজুলের লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে সরকারি অনুদান দেওয়া হবে বলে জানান তিনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।