পাকিস্তানিদের রোষানলে আদনান সামি

adnan-saniবিনোদন ডেস্ক: উরি হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। সেই বিরোধের হাওয়া রঙিন দুনিয়ায়ও লেগেছে।

যার কারণে পাকিস্তানের শিল্পীরা ভারত কাজ করতে পারছেন না। সম্প্রতি ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসা করে পাকিস্তানিদের রোষানলে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি।

পাকিস্তানি বংশোদ্ভূত আদনান সামির জন্ম ব্রিটেনে। সম্প্রতি তিনি ভারতের নাগরিক হয়েছেন। বেশকিছু গানের মধ্য দিয়ে বলিউডে জনপ্রিয়তা লাভ করেন সামি।

স্যার্জিক্যাল স্ট্রাইকের পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় আদনান সামি লেখেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অসাধারণ, সফল, সুদক্ষ এবং কৌশলী আঘাতের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে এবং আমাদের আর্মস ফোর্স বাহিনীকে অনেক শুভেচ্ছা।’

এই টুইটের পরে গোটা ভারত তাকে সমর্থন করলেও পাকিস্তানের জনগণের রোষানলে পড়েন তিনি। তার বিরুদ্ধে অনেকেই টুইট করেছেন। অনেকেই তাকে প্রতারক এবং বহুরূপী বলে সম্বোধন করেন। অনেক পাকিস্তানি টুইটারে তাকে গালিগালাজ করেছেন এবং তিনি শিকড় ভুলে গেছেন বলে তার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন।

এদিকে তার টুইটে পাকিস্তানিদের এমন প্রতিক্রিয়া দেখে আদনান সামি আরো একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘পাকিস্তানিরা আমার আগের টুইট করে যে রকম প্রতিক্রিয়া দিয়েছেন তাতে স্পষ্ট যে পাকিস্তানি ও জঙ্গিদের তারা একই নজরে দেখেন।’
২০০১ সালের ১৩ মার্চ এক বছরের ভিজিটের ভিসা নিয়ে প্রথম ভারতে প্রবেশ করেন আদনান সামি। এরপর অনেকবারই তাকে ভিসার মেয়াদ বাড়াতে হয়েছে। সর্বশেষ গত বছর ২৬ মে ভিসার মেয়াদ শেষ হলে তিনি ভারতীয় সরকারের কাছে সেই দেশে থাকার বৈধতা চেয়ে আবেদন করেন। পরে ভারতীয় সরকার তা অনুমোদনও করে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।