পরীক্ষা হলে প্রবেশের আগেই ৪ শিক্ষার্থী বহিষ্কার

টাঙ্গাইল,১২ ফেব্রুয়ারী: টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষার জন্য হলে প্রবেশের আগেই প্রশ্নফাঁসের অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার ও বহিরাগত একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের বাইরে থেকে তাদের বহিষ্কার ও আটক করা হয়।
আটককৃতের নাম- সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুম। সে উপজেলার অর্জুনা গ্রামের আইয়ুব খানের ছেলে। সিজেন খান ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী। এসময় প্রশ্নফাঁসের জড়িত পাপ্পু নামে এক ব্যক্তি পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, ভূঞাপুর পাইলট সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন শিক্ষার্থী হলে প্রবেশ না করে মোবাইল ফোনে প্রশ্ন দেখছিল। এমন সময় সেখানে উপস্থিত হলে প্রশ্নফাঁসের মুলহোতা পাপ্পু পালিয়ে যায়। পরে এঘটনায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে বহিরাগত সিজেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।