পরীক্ষায় নকলে সহযোগিতা করায় শিক্ষকের কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকলে সহযোগিতা করায় এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ওই শিক্ষকের নাম মৌলভী হাবিবুর রহমান। তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান এ কারাদণ্ড দেন।মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, জেডিসি পরীক্ষার প্রথম দিনে কোরআন পরীক্ষা চলাকালীন সময়ে রওশনার মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ২৭ নম্বর কক্ষে বিএস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হাবিবুর কর্তব্যরত ছিলেন। তিনি তার নিজ কক্ষ থেকে বের হয়ে ২৯ নম্বর কক্ষে পরীক্ষারত তার নিজ মাদ্রাসার ছাত্রী আয়েশা আকতারকে সহযোগিতা করার সময় হাতে নাতে গ্রেপ্তার হন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাবিবুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও মাদ্রাসা ছাত্রী আয়েশা আকতারকে বহিষ্কার করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।