পরীক্ষার খাতায় ‌’পূজা আমি তোমায় ভালোবাসি’!

ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশ সরকার দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় নকল রুখতে প্রথম থেকেই আঁটঘাট বেঁধে নেমেছিল। পরীক্ষার হলে নকল রুখতে বেশ কিছু ব্যবস্থাও গ্রহণ করে।

এদিকে উত্তর প্রদেশের অনেক শিক্ষকই ছাত্রদের পরীক্ষার খাতার মধ্যে টাকা পেয়েছিলেন। এবারে পাওয়া যাচ্ছে প্রেমের বিভিন্ন কবিতা ও পংক্তি। উত্তরপত্র খুললেই পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রেমের কবিতা।

কোথাও লেখা রয়েছে, ‘পূজা আমি তোমায় ভালোবাসি’! উত্তরপত্র জুড়ে এমনই প্রেমের কবিতা লিখে রেখেছে পড়ুয়ারা। কেউ লিখেছে, ‘আমার বাড়িতে মা নেই, পরীক্ষায় বাজে নাম্বার পেলে বাবা আমায় মেরে ফেলবে।’ এমনই সব লেখা দেখে চমকে উঠেছেন পরীক্ষকরা।

মুজাফফরনগরের জেলা স্কুল পরিদর্শক নিজেই স্বীকার করেছেন, পরীক্ষার উত্তরপত্র জুড়ে এমনই সব লেখা দেখা গেছে।

প্রসঙ্গত, ১৭ই মার্চ থেকে শুরু হয়েছে উত্তরপত্র পরীক্ষা করা। ২৪৮টি কেন্দ্রে প্রায় এক লাখ পরীক্ষক উত্তরপত্র দেখছেন। এছাড়া প্রায় ১০ লক্ষ শিক্ষাথী পরীক্ষাতে অংশগ্রহন করেনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।