‘নো বিসিএস নো ক্যাডার’দেশের সব সরকারি কলেজে কর্মবিরতি পালনের হুমকি

ঢাকা: দেশের বেসরকারি কলেজের শিক্ষকদের বিএসএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলে আগামী রবি ও সোমবার সারাদেশের সব সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

শুক্রবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘নো বিসিএস নো ক্যাডার’ শীর্ষক মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী বলেন, সামনে ডিসেম্বর মাস, তাই ওই মাসে কঠোর কর্মসূচিতে যাচ্ছি না। তবে যদি দাবি মানা না হয় তা হলে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

এই সমাবেশে বক্তারা আরো বলেন, যেসব বেসরকারি কলেজকে সরকার আত্তীকরণ করেছে, তাদের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বিধিমালা করতে হবে। তাদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা যাবে না।

শুক্রবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এ সমাবেশে সারাদেশের বিভিন্ন সরকারি কলেজের ক্যাডারভুক্ত শিক্ষকরা বক্তব্য দেন।

‘নো বিসিএস নো ক্যাডার’ শীর্ষক মহাসমাবেশে উপস্থিত ব্যক্তিরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রক্রিয়াকে স্বাগত জানায়। তবে বেসরকারি কলেজের শিক্ষকদের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন আমলে নিয়ে তাদের জন্য দ্রুত স্বতন্ত্র বিধিমালা করারও দাবি জানান।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।