নিয়োগের ২০ মাস পরও বেতনহীন প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীরা

নিয়োগের পর প্রায় ২০ মাস অতিবাহিত হলেও এখনও বেতন পাচ্ছেন না দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরা। তারা বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণির কর্মচারিবৃন্দ’র ব্যানারে করা এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

.

মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম প্রহরীরামানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের প্রায় ৪২টি উপজেলায় দফতরি কাম প্রহরী পদে সরকারের সব নীতিমালা অনুযায়ী নিয়োগপত্র পেয়ে আমরা যোগদান করি। যোগদান করার পর থেকে বিদ্যালয়ে আমরা যথারীতি কর্মরত আছি। কিন্তু দীর্ঘ ২০ মাস অতিবাহিত হলেও আমরা এখনও বেতন-ভাতা পাইনি। ফলে আমাদের প্রতিটি পরিবার মানবেতর জীবনযাপন করছে।’

তারা আরও বলেন, ‘বিদ্যালয়ে ২৪ ঘণ্টা কর্মরত থাকায় আমাদের অন্য কোনও কাজ করে উপার্জন করাও সম্ভব হচ্ছে না।’ মানববন্ধনে অতি দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিও জানান বক্তারা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।