নার্স নিয়োগ: মৌখিক পরীক্ষা ১১ জুলাই থেকে

PSCনিজস্ব প্রতিবেদক : সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১১ জুলাই।

মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) মৌখিক পরীক্ষার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হবে ১৯ জুলাই। ১৭ জুলাই ছাড়া প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ১৭ জুলাই পরীক্ষা হবে সাড়ে ১০টায়।

১১, ১২, ১৩ ও ১৪ জুলাই ৪০০ জন করে প্রার্থীর এবং ১৭, ১৮ ও ১৯ জুলাই ১২০ জন করে প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় বহুল আলোচিত ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ৭ জুন প্রকাশ করা হয়। এতে ১১ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন।

নার্স নিয়োগের লিখিত পরীক্ষা গত ৩ জুন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শ্রেণির এ পদের জন্য প্রার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৬৩ জন।

গত ২৮ মার্চ ৩ হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু পরীক্ষা ছাড়া ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতা বিবেচনা করে নিয়োগ দেওয়ার দাবিতে আন্দোলনে নামে নার্সরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।