নারায়ণগঞ্জে ছাত্র ফেডারেশনের মানববন্ধন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন

পাঠ্যপুস্তক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দ্রুত সময়ের মধ্যে সংশোধিত পাঠ্যপুস্তক বিদ্যালয়সমূহে পৌঁছে দেয়ার আহ্বান জানানো হয় ওই মানববন্ধন থেকে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে ভুল, দলীয় শ্লোগান ও নানান সাম্প্রদায়িক উপাদান যুক্ত পাঠ্যবই প্রদানের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। পাঠ্যপুস্তক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের জেলার সদস্য সচিব অঞ্জন দাস প্রমুখ।
Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।