নবম দশম শ্রেণির পড়াশোনা : বাংলা দ্বিতীয় পত্র টিউটোরিয়াল

aa1451571967প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এবারের পর্বে থাকছে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। আগে নিজে চেষ্টা কর। পরে উত্তর মিলিয়ে নাও।

১. ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. আধুনিকা খ. অধ্যাপিকা গ. কলিকা ঘ. মল্লিকা

২. কোন শব্দের বানান ষত্ব বিধান অনুসারে শুদ্ধ?
ক. ইস্টার্ন খ. অগ্নিষাৎ গ. অনুসঙ্গ ঘ. মুমূর্ষু

৩. ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
ক. বিশেষ নিয়মে খ. স-বর্ণ যোগে
গ. সাধারণ নিয়মে ঘ. নিত্য স্ত্রীবাচক

৪. উপসর্গ কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

৫. ণত্ব ও ষত্ব বিধান কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব

৬. নিচের কোন শব্দটি কুল উপাধির ক্ষেত্রে স্ত্রীবাচকতা প্রকাশ করে?
ক. ঘোষজায়া খ. নায়িকা গ. নর্তকী ঘ. গায়িকা

৭. সমঝা, ধমকা, কচলা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
ক. ছোবলা খ. বিগড়া গ. চটকা ঘ. উলটা

৮. ‘মৃতের মতো অবস্থা যার’- এককথায় কী হবে?
ক. মুর্মূর্ষূ খ. মুমূর্ষু গ. মৃতবৎ ঘ. মৃতপ্রায়

৯. কোন কোন কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতৃতে ‘স’ না হয়ে ‘ষ’ হয়?
ক. ই, উ খ. ই, ঈ গ. এ, ও ঘ. আ, ই

১০. কোনটি আকাঙ্ক্ষা ভাবের ক্রিয়া?
ক. ভাল থাক খ. চুপ কর গ. সত্য বল ঘ. পড়তে বস

১১. ‘একাদশ’ শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
ক. অঙ্কবাচক খ. পরিমাণ বা গণনাবাচক
গ. ক্রমবাচক ঘ. তারিখবাচক

১২. তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ করা হয়, তা কী কী?
ক. উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক
খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক
গ. উৎপত্তিমূলক, ব্যুৎপত্তিমূলক, উৎসমূলক
ঘ. উৎপত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক

১৩. ‘এসপার ওসপার’ – বাগধারটি কী অর্থ প্রকাশ করে?
ক. সংষর্ঘ খ. তাগাদা গ. মীমাংসা ঘ. কিছু একটা

১৪. বিশুদ্ধ বাক্য গঠনের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়?
ক. পাঁচটি খ. তিনটি গ. চারটি ঘ. ছয়টি

১৫. অনুসর্গ কী?
ক. শব্দ বিভক্তি বা ধাতু খ. উপসর্গ গ. ক্রিয়া বিভক্তি ঘ. অব্যয়/শব্দ

১৬. উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আঁধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে কোন আধারাধিকরণ বলে?
ক. ঐকদেশিক খ. অভিব্যাপক
গ. বৈষয়িক ঘ. সামীপ্য অর্থে ঐকদেশিক

১৭. যৌগিক শব্দের উদাহরণ কোনটি?
ক. মধুর খ. হস্তি গ. বাঁশি ঘ. জলধি

১৮. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. ফুলের ন্যায় কুমারী খ. কুমারী ফুলের ন্যায়
গ. ফুলের ন্যায় সুন্দর কুমারী ঘ. ফুলের কুমারী

১৯. ‘যে ব্যক্তির দুহাত সমান চলে’- তাকে কী বলে?
ক. দোহাতী খ. কুশাল গ. সব্যসাচী ঘ. দ্বিজ

২০. ‘সামান্য একটু দুধ দাও’- এ বাক্যে ‘সামান্য’ কোন পদ?
ক. বিশেষ্য খ. অব্যয় গ. সর্বনাম ঘ. বিশেষণ

২১. তিথি বলেছিল, ‘আমি জাফলং যাচ্ছি’ – এর পরোক্ষ উক্তি কী?
ক. তিথি বলেছিল যে, সে জাফলং যাবে
খ. তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে
গ. তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছিল
ঘ. তিথি বলল যে, সে জাফলং গেল

২২. ‘একটা গান শোনা ’ – এ বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?
ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. প্রার্থনা

২৩. ‘এ এক বিরাট সত্য’ – এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক. বিশেষ্যরূপে খ. অব্যয়রূপে
গ. বিশেষণরূপে ঘ. বিশেষণের বিশেষণরূপে

২৪. ‘পাঠক’ শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?
ক. দেশী খ. সংস্কৃতমূল গ. বিদেশী ঘ. খাঁটি বাংলা

২৫. ভাষার উৎকর্ষ সাধনে কোনটির একান্ত প্রয়োজন?
ক. প্রবাদ প্রবচনের খ. সমাসের গ. সন্ধির ঘ. অনুবাদ কর্মের

২৬. মিষ্টান্ন অর্থে ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ?
ক. যৌগিক শব্দ খ. রূঢ়ি শব্দ গ. দেশী শব্দ ঘ. যোগরূঢ় শব্দ

২৭. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ?
ক. প্রত্যয়ান্ত বহুব্রীহি খ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি গ. ব্যধিকরণ বহুব্রীহি ঘ. সমানাধিকরণ বহুব্রীহি

২৮. ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
ক. নিচয় খ. শর্বরী গ. অভ্র ঘ. জলধি

২৯. পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন – এর উচ্চারণ কেমন হয়?
ক. সংবৃত খ. বিবৃত গ. দ্বিত্ব ঘ. দ্রুত

৩০. ‘বনস্পতি’ -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বনস্ + পতি খ. বনঃ + পতি গ. বন + পতি ঘ. বনো + পতি

৩১. কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?
ক. কমা খ. দাঁড়ি গ. সেমিকোলন ঘ. হাইফেন

৩২. সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে?
ক. ভাল-মন্দ খ. তোড়জোড় গ. ধন-দৌলত ঘ. আমির-ফকির

৩৩. সমার্থক শব্দের প্রয়োজনীয়তা বেশি হতে পারে কীসে?
ক. গদ্যে খ. নাটকে গ. কবিতায় ঘ. উপন্যাসে

৩৪. ‘অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

৩৫. কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফারসী শব্দ?
ক. দফতর, দস্তখত খ. জান্নাত, গোসল গ. আমদানি, রফতানি ঘ. আদালত, কানুন

৩৬. ‘এক’ এককের চার ভাগের এক ভাগকে কী বলে?
ক. তেহাই খ. পৌনে গ. চৌথা ঘ. সোয়া

৩৭. যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?
ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্তৃবাচ্য

৩৮. বাংলা স্ত্রীবাচক শব্দের বিধেয় বিশেষণ কীরূপ?
ক. স্ত্রীবাচক খ. স্ত্রীবাচক হয় না গ. বিশেষ্য স্থানীয় ঘ. সর্বনামজাত

৩৯. বেমালুম শব্দে কোন উপসর্গ যুক্ত হয়েছে?
ক. দেশী খ. ফারসী গ. সংস্কৃত ঘ. হিন্দি

৪০. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
ক. পলান্ন খ. ঘনশ্যাম গ. নরাধম ঘ. খেচর

৪১. বিশেষণ গঠনে ‘ষ্ণিক’ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক. সাহিত্যিক খ. সামুদ্রিক গ. সামাজিক ঘ. হৈমন্তিক

৪২. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতা কোন পুরুষ?
ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ গ. নাম পুরুষ ঘ. প্রত্যক্ষ পুরুষ

৪৩. অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান?
ক. ভিন্নপদ খ. উভয় পদ গ. পরপদ ঘ. পূর্বপদ

৪৪. ‘চানাচুর’ কোন দেশী শব্দ?
ক. চীনা খ. হিন্দি গ. আরবি ঘ. ফারসি

৪৫. নিচের কোনটি বিদেশী মূল ভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে?
ক. আলেমদল খ. শিক্ষকবৃন্দ গ. কুসুমনিচয় ঘ. সাহেবান

৪৬. পূরণবাচক শব্দ কোনটি?
ক. পঞ্চদশ খ. বারই গ. একুশে ঘ. পনের

৪৭. ‘যিনি বিদ্যা লাভ করেছেন’- তাকে এককথায় কী বলে?
ক. কৃতবিদ্যা খ. বিদ্বান গ. জ্ঞানী ঘ. কৃতবিদ্য

৪৮. যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কী বলে?
ক. উপসর্গ খ. অনুসর্গ গ. প্রকৃতি ঘ. প্রত্যয়

৪৯. কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
ক. ‘ও’ এবং ‘ই’ খ. ‘এ’ এবং ‘ই’ গ. ‘অ’ এবং ‘ই’ ঘ. ‘ক’ এবং ‘ই’

৫০. কোনটি ব্যাকরণিক চিহ্ন?
ক. ? খ. = গ. ! ঘ. (.

সঠিক উত্তর মিলিয়ে নাও-
১. ক. ২. ঘ. ৩. ক. ৪. খ. ৫. ক. ৬. ক. ৭. গ. ৮. খ. ৯. ক. ১০. ক. ১১. গ. ১২. ক. ১৩. গ. ১৪. খ. ১৫. ঘ. ১৬. খ. ১৭. ক. ১৮. ক. ১৯. গ. ২০. ঘ. ২১. খ. ২২. গ. ২৩. ক. ২৪. খ. ২৫. ক. ২৬. খ. ২৭. খ. ২৮. ঘ. ২৯. গ. ৩০. গ. ৩১. খ. ৩২. গ. ৩৩. গ. ৩৪. ক. ৩৫. ক. ৩৬. গ. ৩৭. গ. ৩৮. খ. ৩৯. খ. ৪০. ক. ৪১. ঘ. ৪২. খ. ৪৩. ঘ. ৪৪. খ. ৪৫. ঘ. ৪৬. ক. ৪৭. ঘ. ৪৮. গ. ৪৯. গ. ৫০. খ.

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।