দুর্গাপুরে স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ‘

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) ॥ দুর্গাপুর এম,কে,সি,এম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা স্থগিত এবং পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারন।

মঙ্গলবার সকাল ১০টা ৩০মিঃ এম,কে,সি এম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, ৭ম শ্রেণীর ৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেও অনিবার্য কারণ বশতঃ পরীক্ষা স্থগিত এবং পরীক্ষাটি আগামী ১১ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে স্কুল কর্তৃপক্ষের নোটিশ দেখে চলে যাচ্ছে।

এ ব্যাপারে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ গফুর  জানান, ঘটনাটি সত্য। সেই সময় একই স্কুলেন প্রশ্নপত্র তৈরী কমিটির আহবায়ক সিনিয়র সহকারী শিক্ষক আলমগীর হাসান(গনিত) উপস্থিত ছিলেন । তিনি বলেন, ৪ ডিসেম্বর এই স্কুলের অষ্টম শ্রেণী পড়ুয়া ১ম এবং ২য় রোল নং এর ছাত্র রাফি এবং রায়হান আঃ রাজ্জাক স্যারের হাতে লেখা প্রশ্নটি প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে প্রধান শিক্ষকের রুমে ঢুকে এই দুজন শিক্ষকের সামনে উপস্থাপন করেন । যে পরীক্ষাটি ৫ডিসেম্বর মঙ্গলবার হওয়ার কথা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।