দশম গ্রেড বাস্তবায়ন ও টাইমস্কেল জটিলতা নিরসনে জরুরি সভা

ডেস্ক,২৮ আগষ্ট:
দশম গ্রেড বাস্তবায়ন ও টাইমস্কেল জটিলতা নিরসনে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টাই ঢাকার নবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালযয়ে জরুরি সভার আয়োজন করা হয়েছে। জরুরী সভায় কেন্দ্রীয় কমিটির সকল সদস্য, জেলা/ উপজেলার প্রতিনিধি ও টাইমস্কেল বঞ্চিত সকল প্রধান শিক্ষকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম।


আলোচ্য সূচিতে আছে
(১) ১০ম গ্রেডের রায় বাস্তবায়নে করনীয়।
(২) বকেয়া টাইমস্কেল বাস্তবায়নে করনীয় ঠিক করা।
(৩) সমিতির গঠনতন্ত্র সংশোধন করে চুড়ান্ত অনুমোদন দেয়া।
(৪) পূর্বের ন্যায় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড ফিরিয়ে আনা।
(৫) প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রসঙ্গে।
(৬) বিবিধ।
১০ গ্রেড রায় বাস্তবায়নে কাজ করছে প্রধান শিক্ষক সমিতির চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক নজরুল ইসলাম,সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক এস এম সাইদুল্লাহ,সাংগাঠনিক সম্পাদক খাইরুর ইসলামসহ প্রত্যেক বিভাগের বিভাগীয় সম্বনয়করা। এদিকে টাইমস্কেল জটিলতা নিরসনে কাজ করছে প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ, সিনিয়ার যুগ্ন সাধারন সম্পাদক স্বরুপ দাস ও বিভাগের বিভাগীয় প্রতিনিধিরা। প্রধান শিক্ষকদের সকল সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা ব্যক্ত করেছেন সমিতির কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।