দর্শনায় দক্ষিনচাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

damurhuda-mid-day-pic14-11-16দর্শনা অফিস : চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দর্শনায় দক্ষিনচাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে একটি স্কুলের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার দেওয়া (মিড ডে মিল) কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১টায় শহরের দক্ষিন চাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইচ চেয়ারম্যান আব্দুল কাদের,সালমা জাহান পারুল,সহকারী জেলা প্রাঃশিঃ অফিসার গোলাম নবী, উপজেলা শিক্ষা অফিসার(চুয়াডাঙ্গা) আবু হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফ, তাজকীর ,আবিদ আজাদ,মমতাজ পারভীন, সহকারী ইন্সট্রাক্টর নুরুজাম্মান, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির উপদেষ্টা আরতি হালসানা,সিনিয়ার সহসভাপতি হেলেনা পারভীন, সাধারন সম্পাদক স্বরূপ দাস, প্রধান শিক্ষক সাইফুল আলম, প্রধান শিক্ষক নজরুল এবং দঃচাদপুর সপ্রাবি প্রধান শিক্ষক ও সমিতির সিনিয়ার সহ সভাপতি হাসানুল আলম। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার বলেন কোনো দরিদ্র শিশু শিক্ষার্থীই দুপুরের খাবারের জন্য দুর্বল ও ক্ষুধায় কষ্ট পেয়ে ঝরে যাবে না। লেখাপড়ার মনোবল হারাবে না। এমন প্রত্যয় নিয়েই কাজ করলে শিশুরা ঝরে পড়বে না। প্রাথমিক শিক্ষায় কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।