ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী পন্থীদের জয়

Maksud KamalRahmat Ullahঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ (ডিইউটিএ) নির্বাচনে নির্বাহী কমিটির ১৫ পদেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত নীল প্যানেল।

নির্বাচনে ডিজাস্টার সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ৮৯০ ভোট পেয়ে সভাপতি এবং আইন বিভাগের অধ্যাপক রহমত উল্লাহ ৭৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিগত কমিটিতে মাকসুদ কামাল সাধারণ সম্পাদক এবং রহমত উল্লাহ নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বিএনপি সমর্থিত ‘সাদা ক্যানেল’ এবং বাম-সমর্থিত গোলাপী প্যানেল কোন পদে বিজয়ী হতে পারেনি।
ডিইউটিএ নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী আজ বিকেলে ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে এ ফলাফল ঘোষণা করেন। আজ ক্লাব চত্বরে সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ব্যাংকিং এ্যান্ড ইন্সুরেন্স বিভাগের শিবলি রুবায়েত উল ইসলাম সহ-সভাপতি, টেলিভিশন এ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের এ জে এম শফিউল আলম ভুইয়া যুগ্ম-সম্পাদক এবং এ্যাপ্লাইড ম্যাথমেটিকস বিভাগের চেয়ারম্যান আবদুস সামাদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ক্লিনিক্যাল ফার্মেসী এ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এস এম আবদুর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, পালি ও বুড্ডিস্টট স্টাডিজ বিভাগের অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ্যান্ড ভালনিয়ারাবিলিট বিভাগের অধ্যাপক মাহবুব নাসরিন, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজির অধ্যাপক আফতাব আলী শেখ, উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক ইমদাদুল হক, নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স বিভাগের অধ্যাপক অধ্যাপক নিজামুল হক ভুইয়া, বাংলা বিভাগের অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী এবং রোবোটিকস এ্যান্ড মিক্যাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের লতিফা জামান।
নির্বাচনে ১৯৫০ জন ভোটারের মধ্যে ১৫০২ জন ভোট প্রদান করেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।