জিপিএ ৫ পাবার পরও দারিদ্রতা তন্নির বাধা

দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি ঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী মোছাঃ তাহদিয়া খানম তন্নি এবছর অনুষ্ঠিত এস,এস,সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সে দর্শনা পৌরসভার চতুর্থ শ্রেণীর কর্মচারী মোঃ তছের আলী ও মাতা গৃহিনী মোছাঃ শাহিনা খাতুন এর বড় মেয়ে। বড় ভাই শাহরিয়ার আহমেদ বিএসসি শেষ বর্ষের ছাত্র ও ছোট বোন তাহমিদা খাতুন ছন্দা এবার পিএসসি তে জিপিএ ৫ পেয়েছে। বাবার উপার্জনের টাকা দিয়ে সংসার চালাতেই হিমশিম খায়। তার উপরে পৌরসভার ৮ মাসের বেতন বাকি থাকার কারনে এনজিও থেকে ঋণ নিয়ে সংসার চালাতে হয় । মা হাস-মুরগি পালন করে লেখা পড়ার খরচ কোনো রকমে জুগিয়েছে। মোছাঃ তাহদিয়া খানম তন্নি ডাক্তারি পড়ার ইচ্ছা থাকলেও পারিবারিক দারিদ্রতা বাধা হয়ে দাড়িয়েছে। ভালো রেজাল্ট করার আনন্দর পাশাপাশি ভালো কলেজে ভর্তি না হতে পারার দুঃখটা তার রয়েই গেছে। সে সকলের সহযোগিতা কামানা করেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।