জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৩তম আবর্তনের এক ছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন একই বিভাগের এক ছাত্রী।

১৬ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের কার্যালয়ে গিয়ে উপাচার্যের বরাবর লিখিত অভিযোগপত্র জমা দেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী।

আল-বেরুনী হলের আবাসিক হলের তৃতীয় বর্ষের ছাত্র আজগর হোসেন রাব্বির বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। তিনি যৌন নিপীড়নের এই অভিযোগ অস্বীকার করেছেন।

জানা যায়, গত বছরের ১৫ জুলাই নাটকের মহড়ার সময় বিশ্ববিদ্যালয় মিলনায়তনের ল্যাব কক্ষে প্রথম যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। তখন ঘটনা প্রকাশ না করতে তাকে ভয়ভীতি দেখানো হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘ওই ছাত্রীর অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। তবে অভিযোগপত্রটি উপাচার্য বরাবর লিখিত বিধায় উপাচার্য মহোদয় যেভাবে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবেন, সেভাবেই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।