জাতীয় বেতন স্কেল-২০১৫ : ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৪০ হাজার প্রাথমিক প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার প্রধান শিক্ষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুক্রবার বিবৃতিতে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহবায়ক রিয়াজ পারভেজ ও যুগ্ন আহবায়ক স্বরুপ দাস এ তথ্য জানান।
শিক্ষক নেতারা বলেন, প্রধান শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট জটিলতার কোনো সমাধান হয়নি। প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ায় ২০১৪ সালের ৯ মার্চের পর থেকে তাদের টাইম স্কেল বন্ধ হয়ে যায়। তাছাড়া নতুন বেতন স্কেলে কোন প্রধান শিক্ষক ৬৪০০ স্কেলে আবার কেউবা ৮০০০ স্কেলে বেতন নিয়ে বৈষম্য সৃষ্টি করেছে। বিষয়টি সমাধানের জন্য নেয়া হয়নি কোন পদক্ষেপ।
তারা বলেন, দ্বিতীয় শ্রেণির মর্যাদার পর বেতন নির্ধারণে জটিলতা দূর করাতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন ও বৈঠক করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের অনীহার কারণে সমস্যার সমাধান হয়নি। এনিয়ে দুই মন্ত্রণালয়ের কাজ চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তারা বলেন,প্রধান শিক্ষকদের গেজেটেড মর্যাদাসহ বেতন নির্ধারণের এ জটিলতা অবিলম্বে সমাধান করা না হলে বাংলাদেশ প্রাথমিক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।