জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত

গাজিপুর প্রতিনিধি,২২ এপ্রিল : কলেজগুলোতে ৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে অধিভুক্ত কলেজে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস এমবিএ ইনট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স চালুর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় একাডেমিক কাউন্সিলের এ সভায় অধ্যাপক মাহফুজা খানম, প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, সমাজতত্ত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।