জবি ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

শিক্ষাঙ্গন ::  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চলতি শিক্ষাবর্ষের (২০১৬-১৭) অনার্স (স্নাতক) প্রথম বর্ষে এ ইউনিটের বিজ্ঞান, বি ইউনিটের কলা ও মানবিক, ডি ইউনিটের সামাজিক বিজ্ঞান এবং ই ইউনিটের চারুকলা বিভাগের ২য় মেধা তালিকা ও ১ম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানান হয় ‘এ’, ‘বি’ ও ‘ই’ ইউনিটের ২য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের চলতি মাসের ৪ থেকে ৬ তারিখের মধ্যে এবং ‘ডি’ ইউনিটের ২য় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের চলতি মাসের ৫ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়াও ‘এ’ ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ১ম মাইগ্রেশনে তালিকা-ভুক্ত শিক্ষার্থীদের অনতিবিলম্বে মাইগ্রেশনের মাধ্যমে প্রাপ্ত নতুন বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। মাইগ্রেশনে নতুন বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীদের পূর্ববর্তী বিভাগের সঙ্গে আর কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd) এ পাওয়া যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।