চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ ২টি মটরসাইকেল আটক

শিক্ষাবার্তা.কম,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার রাজাপুর, উথলী ও জীবননগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল, ছয় বোতল মদ, ৪১০ কেজি পটলসহ দুটি মটরসাইকেল ও একটি আলমসাধু আটক করা হয়েছে। শুক্রবার এসব মালামাল আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গার-৬ ব্যাটালিয়নের রাজাপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার তোফাজ্জেল হোসেন জীবননগর বাজার থেকে ছেড়ে আসা একটি আলমসাধুর গতিরোধ করে। এ সময় দুই জন চোরাচালানি আলমসাধু ফেলে পালিয়ে যায়। আলমসাধুতে রাখা বস্তা তল্লাশি করে ৪১০ কেজি পটল উদ্ধার করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৪টায় উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মসলেম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী আকন্দবাড়িয়া টহল দেওয়ার সময় একটি মটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে দুই জন চোরাচালানি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মটরসাইকেল তল্লাশি করে ছয় বোতল মদ, ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এছাড়াও দুপুর ৩টায় জীবননগর বিশেষ ক্যাম্পের হাবিলদার নাজমুল হুদা সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে উথলী মোল্লাবাড়ী এলাকায় একটি মটরসাইকেল গতিরোধ করলে তিন মাদকব্যবসায়ী পালিয়ে যায়। মটরসাইকেলে রাখা ব্যাগ তল্লাশি করে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।