চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব

সাইদুর রহমান: ‘প্রতিজ্ঞা এবং পরিশ্রমই হোক আমাদের প্রতিষ্ঠার গতিপথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় এর ৭০ বছর পূর্তি উৎসব উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতি আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখাসহ সুন্দর সমাজ গঠনে অবদান রাখার আন্তরিক প্রচেষ্টার বিষয়টি ঘরে ফিরেই আলোচনায় তুলে আনেন।
গতকাল বুধবার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা শেষে প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটি উদযাপন কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার কলিমুদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান আসাাদুল হক বিশ্বাস, জজ কোটের পিপি অ্যাড. শামশুজ্জোহা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। আলোচনার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন।
আমার কৈশোর ও আজকের প্রত্যাশা এই স্লোগানে বেলা সাড়ে ১১টার দিকে অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্মৃতিচারণ অনুষ্ঠানে উদযাপন কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অবসরপ্রাপ্ত উপপরিচালক রেজাউল করিম ও আবুবক্কর সিদ্দিকী, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম জহুরুল আলম, আইনজীবী সেলিম উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আকরামুল হক, সাবরেজিস্ট্রার রাব্বুস সোবহান, জেলা শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, ইঞ্জিনিয়ার শাহজাহান আলম প্রমুখ। বেলা সাড়ে ১২টার দিকে অধিবেশনের তৃতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে করণীয় আলোচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অতিথি ছিলেন সরকারি আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ মোশারফ হোসেন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক খাইরুল বাসার ও মোশাররফ হোসেন।
অধিবেশনের চতুর্থ পর্বে দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উদযাপন কমিটির সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন। অনুষ্ঠান শেষে ক্ষুদে গানরাজ উদয়, শাবনুর ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন দিপুসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, প্রাক্তন ছাত্র রাজীব ফেরদৌস পাপেন, বিদ্যালয়ে শিক্ষক শফি উদ্দিন টিটু, বেলাল হোসেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।