চবিতে প্রতি আসনে লড়বেন ৫১ জন

cu1চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫১ জন শিক্ষার্থী।

বুধবার দুপুরে ভর্তি কমিটির সচিব ও  বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এসএম আকবর হোছাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় সব ইউনিটে সর্বমোট ৪ হাজার ৭৯১ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ লাখ ৪৪ হাজার ৭৭৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এই শিক্ষাবর্ষে সাধারণ ৮০টি আসন, মুক্তিযোদ্ধা কোটায় ৫৩টি আসন, পেশাদার খেলোয়াড় কোটায় ৫টি আসন বরাদ্দসহ মোট ১৩৮টি আসন বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে শুরু হয়ে চলে ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) থেকে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।