ঘোড়াঘাট কলেজ জাতীয়করণ হওয়ায় আনন্দ র‌্যালী

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঘোড়াঘাট ডিগ্রী কলেজ (ওসমানপুর) জাতীয়করন হওয়ায় উপজেলায় আনন্দের জোয়ার বইছে। আনন্দে মেতে উঠেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ উপলক্ষে সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় ঘোড়াঘাট ডিগ্রী কলেজর অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের নেতৃত্বে আনন্দ র‌্যালী কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

আনন্দ র‌্যালীতে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন। র‌্যালী শেষে কলেজ ক্যাম্পাসে এসে অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল খালেক সরকার, মোঃ রেজয়ান হক দুদু, সুবিদ বসাক, আব্দুল জলিল, মোঃ নুরনবী, মোঃ নজরুল ইসলাম, মোঃ আজিজার রহমান, মোঃ রোস্তম মন্ডল, প্রভাষক,রিপন সরকার, তপন সাহা চৌধুরী, জয়া রাণী সরকার, হাফিজার রহমান, কাজী মোজাফফর, ঘোড়াঘাট ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। ঘোড়াঘাট ডিগ্রী কলেজ (ওসমানপুর) জাতীয়করন হওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী মোঃ নুরুল ইসলাম নাহিদ, দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, ঘোড়াঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুর রাফে খন্দকার সাহানশা, কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রাক্তন সচিব মোঃ দলিল উদ্দিন মন্ডল-কে গভীর কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম বলেন, ১৯৮৪ ইং সালে ৪ একর জমিতে প্রতিষ্ঠিত কলেজ। বর্তমানে প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন। এইচ এস সি ও ডিগ্রী পরিক্ষার ফলাফল সন্তোষ জনক।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।