খুলতে শুরু করেছে রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুলগুলো

sch-550x304-1রিমু: রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুলগুলো খুলতে শুরু করেছে। নিরাপত্তার কারণে অনেক দিন বন্ধ থাকার পর আজই খুলেছে বেশ কয়েকটি স্কুল।
সোমবার স্কলাস্টিকা, সানিডেল, সী ব্রিজ, প্লে পেনসহ বেশ কয়েকটি স্কুল খুলেছে। গেল সপ্তাহেই খুলেছে আগাখান। তবে টার্কিশ হোপ, মাস্টারমাইন্ডসহ কিছু স্কুল এখনও খোলেনি। শিগগিরই সেগুলো খুলে যাবার কথা রয়েছে।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময়। অথচ নিরাপত্তার অজুহাতে এখনও খোলা হয়নি রাজধানীর বেশির ভাগ ইংরেজি মাধ্যম স্কুল। তাই টানা বাসায় থেকে শিশু কিশোররা হাঁপিয়ে উঠেছে বলে জানান অভিভাবকরা। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়েও শঙ্কিত তারা।
নামকরা ইংরেজি মাধ্যম স্কুলগুলো বন্ধ রাখার কোনো যৌক্তিক কারণ জানা নেই ইংলিশ মিডিয়াম স্কুলস এসোসিয়েশনেরও।
মূলত গত মাসে দেশে পরপর দুইটি ভয়াবহ সন্ত্রাসী হামলা পরই নিরাপত্তার কথা বলে এইসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। যার ফলে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা জীবন কিছুটা হলেও বিঘিœত হচ্ছে। তাই সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে দ্রুতই এইসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ, সরকার উভয়কে যথাযথ পদক্ষেপ নেয়া উচিত।
এদিকে প্রথম সারির বেশির ভাগ ইংরেজি মাধ্যম স্কুল বন্ধ থাকলেও কিছু স্কুলের ক্লাসসহ সব কার্যক্রম চলছে স্বাভাবিক ভাবেই।
একাডেমিয়া ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুব উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার যেভাবে আমাদের নিরাপত্তা দিচ্ছে সেখানে আমাদের আতঙ্ক হওয়ার কিছু দেখছি না। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা ক্লাস পরিচালনা করছি।’
উল্লেখ্য দেশে এ মুহূর্তে তিন শতাধিক ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনা করছে তিন লক্ষাধিক শিক্ষার্থী।
সূত্র: সময় টিভি ও ইন্ডিপেনডেন্ট

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।