কিভাবে ব্লগার থেকে একটি ফ্রি ব্লগ খুলবেন

শিশির দাস,এডমিন:

আমরা অনেকেই চাই একটি ফ্রি ব্লগ বা ওয়েবসাইট খুলে লেখালেখি করতে। কিন্তু কোথা থেকে ফ্রি ব্লগ খুলবো, কিভাবে ডিজাইন করবো, কিভাবে পোস্ট লিখব- এরকম নানান প্রশ্ন নতুন অবস্থায় মনে আসাটাই স্বাভাবিক। আমিও প্রথম যখন নতুন ছিলাম তখন এরকম মনে হতো। তো সেই সব নতুন বা যারা এখনও ব্লগার থেকে ব্লগ খুলেননি তাদের জন্য আজকের এই ব্লগার ডট কম টিউটরিয়ালটি।

কিভাবে ব্লগার এর ঠিকানায় যাবেন?

আপনি প্রথমে কোন ব্রাউজারে গিয়ে গুগলে যান। অথবা ব্রাউজারের সার্চ বক্সে যেয়ে https://www.blogger.com  লিখে সার্চ করুন।

তারপর আপনার জিমেইল একাউন্ট দিয়ে নতুন একটি ব্লগ একাউন্ট করার জন্য ব্লগারে প্রথমবারের মত লগইন করুন । লগইন একদম সাধারন। আপনার জিমেইলের ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

এরপর আপনি নিচের পেজের মত একটি নতুন পেজ দেখতে পাবেন।

image of blogger.com

উপরের পেজে দেখতে পাচ্ছেন Welcome to blogger লেখা।এবার নিচে Create a Google+ Profile লেখা আছে একটু খেয়াল করলে দেখতে পাবেন। এখন Create a Google+ Profile এ ক্লিক করুন।

google+profile

তারপর উপরের পেজটি দেখতে পাবেন। এবার আপনার পূর্নাঙ্গ নাম লিখুন।

আপনার জেন্ডার বা লিঙ্গ নির্বাচন করুন। পুরুষ হলে Male আর মহিলা হলে Female সিলেক্ট করুন।

আপনার জম্মতারিখ নির্বাচন করুন। সবশেষে Upgrade এ ক্লিক করুন।

পরে যে পেজ আসবে সেই  পেজে এ Finish নামক একটি বাটন দেখতে পাবেন।  এই Finish বাটনে  ক্লিক করুন।

Screenshot_5

এখন যদি কোন ব্যক্তিকে আপনি আপনার ব্লগারের ফলো করতে চান বা বন্ধু হিসেবে যোগকরতে চান তবে Add more people এ ক্লিক করুন। যদি কাউকে আপনার একাউন্টে যোগ না করতে চান তবে Continue anyway তে ক্লিক করুন।

image of google.com

আপনি চাইলে আপনার একটি ছবি আপলোড করতে পারেন। তবে আপনার জিমেইল একাউন্টে যদি ছবি আপলোড করে থাকেন তবে এখানে সেই ছবিই সাধারনত প্রফাইল পিকচার হিসেবে দেখা যাবে।এবার Continue to Blogger এ ক্লিক করুন। এখন নিচের পেজটি দেখতে পাবেন।

image of blogger.com

আপনার নামে একটা ব্লগ এখন তৈরির প্রায় শেষ পর্যায়। আপনার নাম যদি সাকিব হয় Shakib’s blog দেখতে পাবেন।

উপরের পেজে Create Your Blog Now এর পাশে New Blog শব্দটি দেখা যাচ্ছে। এখন New Blog এ ক্লিক করুন। নিচের পেজটি দেখতে পাবেন।

image of blogger account

এখন উপরের ছবিতে  Title এর ঘরে আপনার ব্লগ এর টাইটেল বা শিরোনাম কী হবে তা লিখুন। উপরে আমি লিখেছি আমার মত করে।

তারপর আপনার ব্লগের URL বা এড্রেস বা ঠিকানা কী হবে তা লিখুন।আমি আমার মত করে একটি ঠিকানা দিয়েছি আপনি আপনার মত করে লিখুন। এরপর টেমপ্লেট থেকে আপনার পছন্দের একটি টেমপ্লেট পছন্দ করুন। সবশেষে Create Blog! এ ক্লিক করুন।

image of blogger.com

ব্যাস তৈরি হয়ে গেলো আপনার প্রত্যাশিত ফ্রি ব্লগ ।

এখন ড্যাশবোর্ড থেকে View Blog এ ক্লিক করে দেখতে পারেন কেমন দেখা যায় আপনার ব্লগ।

আগামী পর্বে দেখাবো কিভাবে তৈরি করা একটি ব্লগকে ডিজাইন করতে হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।