কালো টাকার বিরুদ্ধে ধারালো আঘাত

tkসোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই একে অভিহিত করেছে সার্জিক্যাল স্ট্রাইক বলে। কালো টাকার বিরুদ্ধে নাকি সার্জিক্যাল স্ট্রাইক। মধ্যরাতে প্রত্যাহার করে নেওয়া হল ৫০০ ও ১০০০ টাকার নোটের বৈধতা। বিশেষজ্ঞদের মতে, স্বাধীনতা উত্তর ইতিহাসে কালো টাকার বিরুদ্ধে সবচেয়ে ধারালো আঘাত নাকি এটাই। প্রাথমিক ভাবে, সাধারণ মানুষের মধ্যে বাজারে-হাটে এটিএম কাউন্টারে শোরগোল পড়ে গিয়েছে সন্দেহ নেই। আপাতদৃষ্টিতে যেন এক সঙ্কটের মুখে মানুষ। তলিয়ে দেখলে বোঝা যাবে সঙ্কটের কোনও কারণ নেই, বরং কালোটাকার বিরুদ্ধে অভিযানের এ যাবত্ কালের সবচেয়ে বলিষ্ঠ পদক্ষেপ এটাই। পুকুরে একটা ঢিল ফেলার প্রয়োজন ছিল। আপাতত আলোড়ন উঠল ঠিকই। কিন্তু ইতিহাস স্বীকার করবে এই সিদ্ধান্তকে যথাযথ ভাবে এগিয়ে নিয়ে যেতে পারলে লাভবান হবে এ দেশ। আপাতত সে দিকেই তাকিয়ে আমরা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।