করোনার ছুটিতে স্কুলে পিকনিক, প্রধান শিক্ষক আটক

ডেস্ক,১৯ মার্চঃ
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশ অমান্য করে বার্ষিক ভোজনের আয়োজন করায় প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টায় শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা) মো. আব্দুল মালেক তাকে আটক করেন। এসময় বার্ষিক ভোজন বন্ধ করে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার নির্দেশ দেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বার্ষিক ভোজন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে চান্দুয়া দিয়ে ঘেরা হয়েছে। এছাড়া স্কুলের ভেতরে চলছে রান্নার কাজ। শিক্ষার্থীরা মাঠে হই হুল্লর করছে।

শিমলা নামের এক শিক্ষার্থী জানায়, ‘ভর্তির সময় বার্ষিক ভোজনের জন্য তাদের থেকে সাড়ে ৩০০ করে চাঁদা নেয়া হয়েছে। তার অংশ হিসেবে এই আয়োজন।’

করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তার পরেও কেন স্কুলে এসেছ? এমন প্রশ্নের উত্তরে কয়েকজন শিক্ষার্থী জানায়, ‘ক্লাসে স্যাররা (শিক্ষক) বলেছে পিকনিকে (বার্ষিক ভোজন) আসতে। তাই আমরা এসেছি।’

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারী শাখা) মো. আব্দুল মালেক বলেন, ‘প্রধান শিক্ষক নিরাঞ্জন প্রামাণিককে ডিসি অফিসে আনা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।