করোনায় সাবেক যুগ্ম সচিব ইসহাক ভূইয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,২৮ মে:

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক যুগ্ম সচিব, মুক্তিযোদ্ধকালীন মুজিববাহিনীর কমান্ডার ইসহাক ভূইয়া(৭৫)।

ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। ইসহাক ভূইয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামের সন্তান। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

প্রায় দু-বছর ধরে নানা রোগে ভোগছিলেন তিনি। বর্নাঢ্য জীবনের অধিকারী ইসহাক ভূইয়া সরকারী চাকুরীকালীন নাটোরের জেলা প্রশাসক ছিলেন। ছাত্রজীবনে ভৈরব হাজী আসমত মহাবিদ্যালয় ছাত্রসংসদের নির্বাচিত সহ-সভাপতি ছিলেন তিনি। চাকুরী থেকে অবসরে এসে সমাজসেবা ও রাজনীতিতে নিয়োজিত হন। গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা সন্তানসহ অনেক আত্বীয় স্বজন রেখে গেছেন।

ইসহাক ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মঈন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।