কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিক শিক্ষকদের

ঢাকা: ৫ দফা দাবি না মানলে সারাদেশে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনসহ ৫ দফা দাবিতে এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. আবুল বাসার বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৯ মার্চ ২০১৪ তারিখে প্রধান শিক্ষকগণের মর্যাদা ও উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ সময় ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিসমূহ হলো:

১. ৮ম জাতীয় বেতনস্কেলে প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন নির্ধারণ করা।

২. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।

৩. সহকারী শিক্ষক পদে এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতি প্রদান করা।

৫.জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত স্বতন্ত্র বেতন স্কেল প্রদান করা।

৫.শিক্ষকদের ঘোষিত বেতন প্রদানের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক গাজীউল হক চৌধুরী, আবুল কাশেম, সহ সভাপতি জুলফিকার আলী ও আতিকুর রহমান প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।