এমপিওভুক্তির ভুয়া চিঠি :মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ডেস্ক,২৭ জুলাই: শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্টের স্বাক্ষর জাল করে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির একটি ভুয়া চিঠি পাঠিয়েছে একটি প্রতারক চক্র। এমপিওর ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ সংক্রান্ত এ চিঠিটির সাথে মন্ত্রণালয়ের কোন সম্পৃক্ততা নেই জানিয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সিস্টেম এনালিস্টের ভুয়া স্বাক্ষরে পাঠানো চিঠিতে  ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট (Md.monuar Hossain A/C No: 7017019622076) দুই হাজার টাকা জমা দিয়ে এমপিও ইউসার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কিকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এ ধরনের চিঠির সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কোন  সংশ্লিষ্টতা নেই।’

এ ধরণের প্রতারক চক্র থেকে সংশ্লিষ্ট সকলকে সাবধান থাকতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

সুত্র: দৈনিক শিক্ষা

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।