আর শিক্ষক বদলীতে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ে নয়

বশেষে শিক্ষক বদলিতে গণশিক্ষা মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত করা হয়েছে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা, ২০১৫’ এর দু’টি ধারা স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে মঙ্গলবার (৩রা জানুয়ারি) আদেশ জারি করা হয়েছে। কবে নাগাদ আবার  বদলির ক্ষমতা ফিরে পাবে তা নিশ্চিত নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গণ শিক্ষা মন্ত্রণালয়ের একজন সৎ কর্মকর্তা দৈনিকশিক্ষা বার্তাকে জানান, “গতকাল সোমবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভাশেষে অনির্ধারিত আলোচনায় শিক্ষক বদলিতে অনিয়মের বিষয়টি উঠে আসে। মন্ত্রণালয়ের কতিপয় ব্যক্তির সমালোচনা করা হয়।”

“আদিষ্ট হয়ে মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত করা হয়েছে। এটা না করে উপায় ছিল না। মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিত্বদের জন্য এটা কোনো ভালো খবর না,” যোগ করেন চৌকস ও সৎ ওই কর্মকর্তা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।