আট বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র!

ডেস্ক রিপোর্ট: মাত্র দেড় বছরেই স্কুলের পড়াশোনার পাঠ শেষ! আর আট বছর বয়সে ভর্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে।

বিশ্বকে চমকে দিয়ে এ অসাfমান্য মেধার নজির গড়ছে বেলজিয়ামের বালক লরেন্ট সিমন্স। আট বছরেই সে পা রাখতে চলছে বিশ্ববিদ্যালয়ে। খবর বিবিসির।

লনেন্ট সাংবাদিকদের বলেছে, তার প্রিয় বিষয় গণিত। পরিসংখ্যান, জ্যামিতি আর বীজগণিত তার খুবই ভাল লাগে।

তার বাবা বেলজিয়ান আর মা নেদারল্যান্ডসের নাগরিক। তারা বাবা-মা জানিয়েছেন, বুদ্ধিমত্তার পরীক্ষায় লরেন্ট সিমন্সের নম্বর উঠেছে ১৪৫।

তার বাবা জানিয়েছেন, ছোট বেলা থেকেই খেলনার প্রতি কোন আগ্রহ ছিল না তার ছেলের।

লরেন্টের ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে সে একজন সার্জন এবং নভোচারী হবে। কিন্তু এখন সে কম্পিউটার নিয়েই কাজ করতে চায়।

তবে তার বাবা বলেছেন, যদি সে আগামীকাল আবার কাঠমিস্ত্রি হতে চায়, তাতেও তার কোন আপত্তি নেই। লরেন্টের যা করতে ভালো লাগবে, তাতেই তারা খুশি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।