অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স কী?

অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারের কারণে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৬১৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আবু সাঈদ মো. মোসাদ্দেক। বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স বলতে আমরা কী বুঝি?

উত্তর : অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স একটি সহজ জিনিস। যখন আমরা কোনো রোগ সংক্রমণের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দিই, তখন ব্যাকটেরিয়া নিজেকে পরিবর্তন করে ফেলে। পরিবর্তন করার কারণে সেই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যায়। ব্যাকটেরিয়াটা অনেক দিন বেঁচে থাকে এবং নতুন নতুন রোগ সংক্রমণ করে থাকে, যা চিকিৎসা করা সত্যিই অনেক কঠিন হয়ে যায়। একে অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স বলে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।