অতিরিক্ত ফি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

eduদেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করছেন, এমন অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় মঙ্গলবার এক সতর্কীকরণ আদেশ জারি করেছে। আদেশে মন্ত্রণালয় উল্লেখ করেছে, শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা সরকারি বিধিবিধানের পরিপন্থী।

যে সকল প্রতিষ্ঠান প্রধানগণ অতিরিক্ত অর্থ আদায় করেছেন, মন্ত্রণালয় তা অবিলম্বে শিক্ষার্থীদের ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে। অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বাতিলসহ প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে উল্লেখ করেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।