৩৮তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

১. জনসংখ্যায় এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
ক. চীন খ. জাপান
গ. ভারত ঘ. আফগানিস্তান

২. আলবেনিয়ার রাজধানীর নাম কী?
ক. রিকজাভিক খ. ইয়েরেভান
গ. তিরানা ঘ. আলবেনিয়ান
৩. নিকারাগুয়ার মুদ্রার নাম কী?
ক. ম্যানগুয়া খ. কর্ডোবা
গ. ডলার ঘ. পেসো
৪. মায়ানমার কবে স্বাধীনতা লাভ করে?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৩৯ সালে
৫. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কী?
ক. ব্লুলাইন খ. গ্রিন লাইন
গ. সনোরা লাইন ঘ. পারপল লাইন
৬. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়?
ক. ৮ সেপ্টেম্বর খ. ৫ সেপ্টেম্বর
গ. ৮ অক্টোবর ঘ. ৯ অক্টোবর
৭. ডোভার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?
ক. তাইওয়ান-চীন খ. আরব-ইরান
গ. কোরিয়া-জাপান ঘ. ফ্রান্স-ব্রিটেন
৮. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে-
ক. যুক্তরাষ্ট্র খ. রাশিয়া
গ. সৌদি আরব ঘ. স্পেন
৯. ইরান সম্প্রতি কত তারিখে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করে?
ক. ২০ আগস্ট ২০১০
খ. ২১ আগস্ট ২০১০
গ. ২২ আগস্ট ২০১০
ঘ. ২৯ আগস্ট ২০১০
১০. ‘এডেন’ কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইয়েমেন খ. মিসর
গ. জর্ডান ঘ. পর্তুগাল
১১. ‘মাদাগাস্কার’ দ্বীপটি কোথায় অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগরে খ. জাপানে
গ. ভারত মহাসাগরে ঘ. ডেনমার্কে
১২. নাইজেরিয়ার জাতীয় প্রতীক কোনটি?
ক. শাপলা খ.সিংহ গ. ময়ুর ঘ. ঈগল
১৩. বিশ্বে তেল রফতানিতে শীর্ষদেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র খ. ইরান
গ. সৌদি আরব ঘ. কুয়েত

উত্তর : ১.ক, ২. গ, ৩.খ, ৪.ক, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯.খ, ১০.ক, ১১.গ, ১২.ঘ, ১৩.গ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।