শনিবার থেকে ইবিতে শুরু হচ্ছে ভর্তির সাক্ষাৎকার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি সাক্ষাৎকার শনিবার থেকে শুরু হচ্ছে। ৮ ইউনিটের সাক্ষাৎকার চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ বছর পাঁচটি অনুষদের অন্তর্ভুক্ত ৮ ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে।  ধর্মতত্ত্ব অনুষদের অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার ১৮-২০ ডিসেম্বর। মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার ১৭-১৯ ডিসেম্বর। একই অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার ১৭ ডিসেম্বর। একই অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ১৮ ও ১৯ এবং ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার ১৯-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি সাক্ষাৎকার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ ইউনিট সমন্বয়কারীর অফিসে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় পরিদর্শকের স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি, এইচএসসি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মূল সনদপত্র/প্রশংসাপত্র, মূল নম্বরপত্র এবং ৮ (আট) কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। এছাড়া ভর্তি সংক্রন্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।