মাধ্যমিক বিদ্যালয়কে প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করার দাবি

নিজস্ব প্রতিবেদক: অগ্রাধিকার ভিত্তিতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোকে প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করার দাবি জানিয়েছে নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সমিতি। এই দাবিতে আগামী ২৩ অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দেবেও বলে জানিয়েছে শিক্ষক-কর্মচারীদের এই সংগঠনটি।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

এসময় বক্তারা বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে উন্নীতকরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আর এই প্রক্রিয়ায় নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করা হোক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান। এসময় আরোও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের মহা সচিব মনসুর আলী, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, সদস্য শাহীনুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই স্তরের শিক্ষার কার্যক্রম দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।