ভারত-বাংলাদেশ আঞ্চলিক পাসপোর্ট নবায়ন না করার সিদ্ধান্ত

শিক্ষাবার্তাbd india_12088 ডেস্ক : ভারত-বাংলাদেশ আঞ্চলিক পাসপোর্ট নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৩০ নভেম্বর থেকে কলকাতার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে পাসপোর্ট নবায়ন না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার ভারতীয় অনলাইন এনডিটিভির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করেছে।

ত্রিপুরা রাজ্যের এক মুখপাত্র জানান, ১৫ নভেম্বরের পর কোনো পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না এবং ৩০ নভেম্বরের পর কোনো নতুন পাসপোর্ট দেওয়া হবে না।

এর ফলে সীমান্তবর্তী আটটি রাজ্য তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে যে বিশেষ সুবিধা দিচ্ছিল তা বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে আগরতলার একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশিদের অনেকেই ভুয়া কাগজপত্র এবং অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত।

কলকাতা আঞ্চলিক পাসপোর্ট অফিসের (আরপিও) বরাত দিয়ে এনডিটিভি জানায়, চলতি বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ বাংলাদেশ-ভারতের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি মোতাবেক আগামী ৩০ নভেম্বর পরবর্তীতে আর কোনো নতুন পাসপোর্ট নবায়ন বা দেওয়া হবে না।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।