বেতন বৈষম্য নিরসন ও শতভাগ পদোন্নতি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলের হুমকি

নিজস্ব প্রতিবেদক: বেতন বৈষম্য নিরসন ও শতভাগ পদোন্নতি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলের হুমকি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সকালে ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির এক  সভায় এ হুমকি দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে প্রাথমিক সহকারি শিক্ষকরা, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের মধ্যকার বেতন বৈষম্য নিরসন সহ ৫ দফা দাবী তুলে ধরেন। সমাবেশে বক্তারা বলেন, উচ্চ মহলের আন্তরিকতার অভাবে সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত ফাইল অর্থমন্ত্রণালয়ে পড়ে আছে। অর্থমন্ত্রীর নির্দেশের পরও শিক্ষকদের দাবীগুলো বাস্তবায়ন হচ্ছে না।

বক্তারা আরো বলেন, দাবী গুলোর দ্রুত বাস্তবায়ন না হলে সহকারি শিক্ষকরা আবারো রাজপথে নামতে বাধ্য হবেন। তারা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেরা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি মোজাহেরুল ইসলাম সোহেল। এছাড়া আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, রাজেশ মজুমদার, গোলাম ফারুক, দিদারুল ইসলাম, রফিকুল ইসলাম, প্রমোথোশ দত্ত, হাসান রুমী, রেহানা সুলতানা মনি, তৌফিকুল ইসলাম রবি, আব্দুল লতিফ, নেয়ামুল ইসলাম, রফিকুল ইসলাম, নূরুল আমিন, কামরুজ্জামান, সুমন খান, ফিরোজ আলম, মতিউর রহমান প্রমূখ।

সহকারি শিক্ষকদের ৫ দফা দাবী গুলো হলো ঃ

১। প্রধান শিক্ষকের কেবলই নিচের ধাপে সহকারি শিক্ষকের বেতন স্কেল নির্ধারণ।

২। সকল আর্থিক সুবিধাসহ শতভাগ পদোন্নতি,

৩। বিদ্যালয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত করা।

৪। প্রাথমিক ডিপার্টমেন্টকে নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হিসাবে ঘোষণা করা।

৫। সকল শিক্ষা কমিটিতে সহকারি প্রতিনিধি নিশ্চিত করা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।