ফরিদপুরের একটি স্কুলে ঝুঁকি আর আতংকে ক্লাস চলছে

আফতাব হোসেন,পাবনা প্রতিনিধিঃ

পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি আর আতংকে ক্লাস চলছে। ইতোমধ্যে স্কুলটির খেলার মাঠ নদী গর্ভে চলে গেছে। নদী গর্ভে বিলীনের পথে স্কুলটি।

স্কুল ভবনের বারান্দা ভেঙ্গে পড়েছে নদীতে। স্কুলের মূল ভবন ফাটলের পাশাপাশি নিচের অংশ ভেঙ্গে গেছে একটি শ্রেণি কক্ষের।

যে কোন সময়ে নদীতে মিশে যেতে পারে পুরো স্কুলটি। এরই মাঝে প্রাণের ঝুঁকি আর আতংকে ক্লাস করছে কোমলমতী শিক্ষার্থীরা। স্কুলটি দ্রুত স্থানান্তর করা না গেলে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা যাচ্ছে।

শিক্ষকগণ ও স্কুল পরিচালনা কমিটি জানান বিষয়টি বার বার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল পাওয়া যাচ্ছে না।

ফরিদপুর উপজেলা সদর হতে ৫ কিলোমিটার দূরে বড়াল নদীর কোল ঘেঁষে ১৯৭২ সালে স্কুলটি প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৩ সালে সরকারিকরণ করা হয়। বর্তমানে মাত্র ২ জন শিক্ষক দিয়ে ২২০ জন শিক্ষার্থীকৈ পাঠদান করা হচ্ছে। একটি মাত্র ভবনের ৪ কক্ষের একটিতে অফিস এবং বাঁকি ৩টিতে পাঠদান চলছে।

এক বছর ধরে একটি শ্রেণি কক্ষে ঝুঁকিপূর্ণ ফাটল ধরে। কিন্ত দঅর্ঘদিন পরও তার কোন সুরাহা হচ্ছে না। বিকল্প কোন উপায় না থাকায় অত্যান্ত ঝুঁকি আর আতংকে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। জানা যায় ফরিদপুর উপজেলার ৮৪টি স্কুলের মধ্যে ৪টিতে অত্যান্ত ঝুঁকি নিয়ে ক্লাস চলছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।