প্রশাসনের সাড়ে ৩শ’ কর্মকর্তার পদোন্নতি চূড়ান্ত

govপ্রশাসনের তিনটি স্তরে সাড়ে তিন শতাধিক কর্মকর্তার পদোন্নতি চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে অতিরিক্ত সচিব পদে ৪০ থেকে ৪৫ জন, যুগ্মসচিব পদে ১৫০ জন এবং  উপসচিব পদে ১৬১ জনকে এ পদোন্নতি দেওয়া হবে। এর আগে পদোন্নতি বঞ্চিতরাও রয়েছেন এ তালিকায়। তবে এ সংখ্যা কিছু কম বা বেশি হতে পারে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে এসব কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন চূড়ান্ত অনুমোদন দেবে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পরই পদোন্নতি পাবেন এসব কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী শিক্ষাবার্তাকে বলেন, ‘চলতি মাসের মধ্যেই যুগ্মসচিব এবং উপসচিব পদে পদোন্নতির সিদ্ধান্তটি চূড়ান্ত হবে।’ অতিরিক্ত সচিব পদে পদোন্নতির বিষয়টি চূড়ান্ত হচ্ছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, ‘হতেও পারে।’

জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদন উপেক্ষা করে ১৯৮৬ সালের ব্যাচকে এবার অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। স্বজনপ্রীতি ও ইচ্ছেমতো পদোন্নতি দিতেই এমনটি করা হচ্ছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. কামাল আব্দুল নাসের মন্তব্য করতে চাননি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।