প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে দুই যুবক শ্রীঘরে

গাজীপুর: গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে শুক্রবার দুই যুবক গ্রেফতার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুরের উত্তর শ্রীবরদী গ্রামের মো. আবুল হোসেনে ছেলে মো. নুরুন নবী আজাদ (২৪) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের আব্দুর রবের ছেলে তরিকুল ইসলাম (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের এনডিসি মামুন শিবলী জানান, শুক্রবার সকালে গাজীপুর জেলায় রাজস্ব প্রশাসনের জনবল নিয়োগের জন্য পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে শহরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ক্রেডিট চেকিং কাম সায়ারার সহকারী পদে গাজীপুরের শ্রীপুর এলাকার মারতা এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. তারেকের ( রোল নং ১২৪) প্রক্সি পরীক্ষা দেয়ার সময় নুরুন নবী আজাদকে আটক করা হয়।

একই অভিযোগে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মিউটেশন কাম সহকারী পদে শ্রীপুরে কর্ণপুর এলাকার আমিনুল ইসলামের (রোল নং ৫৫৭) প্রক্সি পরীক্ষা দেয়ার সময় তরিকুলকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তরিকুলকে ৭ দিনের এবং নুরুন নবী আজাদকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।