জাবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

জবি  প্রতিনিধি:    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেনকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য নিয়োগ করেছে সরকার। এছাড়া জাবির আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। রবিবার (৯ জুলাই) এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সহাকরি সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নিয়োগ বাতিল করতে পারবেন।বর্তমানে অধ্যাপক ফারজানা ইসলাম জাবির উপাচার্য এবং অধ্যাপক মো. আবুল হোসেন উপ-উপাচার্যের দায়িত্বে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী আরেকজন উপ-উপাচার্য নিয়োগ দিলো সরকার।

কোষাধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ গত ১৯ জুন শেষ হয়। অধ্যাপক মনজুরুল হক আবুল খায়েরের স্থলাভিষিক্ত হলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।